সভার কার্য বিবরণী
সভার তারিখ: 25/08/2013
স্থান: কাশিল ইউনিয়ন পরিষদ অফিস ।
উপস্থিত সদস্যদেরনাম
ক্রমিক নং | নাম | পদবী |
01. | জনাব মোঃ তোফাজ্জল হোসেন খান | ইউ পি চেয়ারম্যান |
02. | জনাব মোঃ সেলিম মিয়া | ইউ পি সদস্য |
03. | জনাব মোছাঃ সাইযাদা খঃ | ইউ পি সদস্য |
04. | জনাব মোঃ শাহাদত হোসেন | ইউ পি সদস্য |
05. | জনাব মোঃ মানিক মিয়া | ইউ পি সদস্য |
06. | জনাব মোঃ ইদ্রিস মিয়া | ইউ পি সদস্য |
07. | জনাব মোছাঃ হনুফা বেগম | ইউ পি সদস্য |
08. | জনাব খঃ আবুল হাসেম | ইউ পি সদস্য |
09. | জনাব মির্জা নজরুল ইসলাম | ইউ পি সদস্য |
10. | জনাব মোছা: লিলি বেগম | ইউ পি সদস্য |
আলোচ্যসূচী:
1. বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।
2. 2013-14 অর্থবৎসরের প্রাপ্ত (2012-13 অর্থবৎসরের পি.বি.জি) এরজিএসপি-2 এর অর্থায়নে বরাদ্দকৃত অর্থের ওয়ার্ড সভার রেজুলেশন গ্রহণ প্রসঙ্গে।
3. 2013-14 অর্থবৎসরের ( এলজিএসপি-2) মহিলা সংরক্ষিত আসনের মহিলার নাম ও স্বাক্ষর যৌথ হিসাবে পরিবর্তন প্রসঙ্গে।
4. বিবিধ।
অদ্যকার সভায় অত্র ইউনিয়নরে সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ তোফাজ্জল হোসেন খান সাহেব সভাপতির আসন অলংকৃত করেন।
আলোচনা ও সিদ্ধান্ত:
1. অদ্যকার সভায় বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।
2. অদ্যকার সভায় 2013-14 অর্থবৎসরে প্রাপ্ত ( 2012-13 অর্থবৎসরের পি.বি.জি অর্থ হইতে)এরজিএসপি-2 এর অর্থায়নেবরাদ্দকৃত অর্থের ওয়ার্ড সভার রেজুলেশন গ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে উক্ত অর্থবৎসরে প্রাপ্ত সমুদয় অর্থের জন্য 4নং ওয়ার্ড এর উন্মুক্ত ওয়ার্ড সভার রেজুলেশন এর মাধ্যমে প্রকল্পের নাম বাছাই ও নির্বাচন করার জন্য ওয়ার্ড কমিটির সভাপতি জনাব মোঃ শাহাদত হোসেন সাহেবকে অনুরোধ করা হয়।
3. অধ্যকার সভায় 2013-14 অর্থবৎসরের এরজিএসপি-2 এর মহিলা সংরক্ষিত আসনের মহিলার নাম ও স্বাক্ষরযৌথ হিসাবে পরিবর্তন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের যৌথ হিসাবে ইউ.পি মহিলা সংরুক্ষিত আসনের সদস্য 3 জনের মধ্যে 1 জন করে পরিবর্তন হবে। সেহেতু কাশিল ইউনিয়ন পরিষদের এলজিএসপি-2 য়ৌথ হিসাব নং------ সোনালী ব্যাংক, বাসাইল শাখা, টাঙ্গাইল। তে , ইউ.পি মহিলা সংরক্ষিত আসনের সদস্য লিলি বেগমের নাম পরিবর্তন করে মোছা ছাইয়াদা খঃ এর নাম ও স্বাক্ষর পরিবর্তন করারা জন্য ম্যানেজার, সোনালী ব্যাংক, বাসাইল শাখা, টাঙ্গাইল। কে বিশেষভাবে অনুরোধ করা হয়।
4. অদ্যকার সভায় বিবিধ আরোচনায় ভূমি হস্তান্তর কর 1% এর প্রকল্পের 2টির নাম উপজেলা নির্বাহী অফিসার বাসাইল মোহদয় এর নিকটে প্রেরণ করার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
সভাপতি
তারিখ: 25/08/2013
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস